মনোনয়ন ফরম বিতরণসহ সার্বিক প্রস্তুতির বিজ্ঞপ্তি জারি

চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচন

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৮ আসনের (বোয়ালখালীচান্দগাঁও) উপ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণসহ নির্বাচনের সার্বিক প্রস্তুতির জন্য রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

চট্টগ্রাম৮ উপ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের দপ্তর থেকে জারিকৃত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৭ মার্চের আগ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই আসনের যে কোনো প্রার্থী অত্র দপ্তর থেকে এবং সিনিয়র জেলা নির্বাচনের দপ্তর থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ।

মনোনয়নপত্র বাছাই ২৯ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৫ এপ্রিল। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ৬ এপ্রিল। আগামী ২৭ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ক্যান্সার আক্রান্ত হয়ে চট্টগ্রাম৮ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

এই আসনটিতে ২০২০ সালের ১৩ জানুয়ারি জাসদের এমপি মইন উদ্দীন খান বাদলের মৃত্যু হওয়ার কারণে অনুষ্ঠিত উপ নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন মোছলেম উদ্দিন। এক মেয়াদে এই আসনটিতে দুইবার উপ নির্বাচন হতে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধড. জামাল নজরুল ইসলামকে স্মরণ
পরবর্তী নিবন্ধভূমিমন্ত্রীর সাথে মা ও শিশু হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সৌজন্য সাক্ষাৎ