দেখতে দেখতে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের পরিবেশ। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ। আজ সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা চট্টগ্রামের তিন রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেবেন।
চট্টগ্রামের তিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, গতকাল পর্যন্ত চট্টগ্রামের ১৬ আসনে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ মোট ২২৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিএনপি ও জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দলের বেশ কয়েকজন প্রার্থী গতকাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। চট্টগ্রামের তিন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গতকাল পর্যন্ত নেয়া মনোনয়ন ফরমের তালিকায় দেখা গেছে, চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, এলডিপি, গণফোরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ২৯টি রাজনৈতিক দলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম নগরী এবং নগরীর সাথে সংশ্লিষ্ট চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড, চসিকের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড, চট্টগ্রাম–৫ হাটহাজারী ও চসিকের ১০ ও ২ নম্বর ওয়ার্ড, চট্টগ্রাম–৮ বোয়ালখালী উপজেলা ও চসিকের ৩ ৪ ৫ ৬ ও ৭ নম্বর ওয়ার্ড, চট্টগ্রাম–৯ কোতোয়ালী এবং চট্টগ্রাম–১০ পাহাড়তলী–হালিশহর–খুলশী আসনের প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দেবেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। চট্টগ্রাম–১১ বন্দর–পতেঙ্গা আসনের প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দেবেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে।
চট্টগ্রাম–১ মীরসরাই, চট্টগ্রাম–২ ফটিকছড়ি, চট্টগ্রাম–৩ সন্দ্বীপ, চট্টগ্রাম–৬ রাউজান, চট্টগ্রাম–৭ রাঙ্গুনিয়া, চট্টগ্রাম–১২ পটিয়া, চট্টগ্রাম–১৩ আনোয়ারা–র্কণফুলী, চট্টগ্রাম–১৪ চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক, চট্টগ্রাম–১৫ লোহাগাড়া ও সাতকানিয়া আংশিক এবং চট্টগ্রাম–১৬ বাঁশখালী সংসদীয় আসনের প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম জমা দেবেন জেলা প্রশাসকের কার্যালয়ে অথবা সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার (উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা এবং থানা নির্বাচন কর্মকর্তা) কার্যালয়ে।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চট্টগ্রাম–১১ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী আজাদীকে জানান, চট্টগ্রামের ১৬ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট ২২৬ জন প্রার্থী নির্বাচন কমিশনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার মনোনয়ন ফরম জমাদানের শেষ দিন। রোববার আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের সময় কোনো প্রার্থী শোডাউন করতে পারবেন না। মনোনয়নপত্র জমাদানের সময় একজন প্রার্থী ৫–৭ জনের বেশি সমর্থক ও লোকবল সঙ্গে নিতে পারবেন না।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়ন বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল দায়ের ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোটগ্রহণ আগামী বছরের ১২ ফেব্রুয়ারি।
মনোনয়ন ফরম জমা দিলেন যারা : গতকাল বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের ৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রামের রিটার্নিং অফিসার ও বিভাগীয় কশিনার এবং রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ের তারা মনোনয়নপত্র জমা দেন।
রিটার্নিং অফিসার সূত্র জানায়, চট্টগ্রাম–৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রাম–২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। এছাড়া চট্টগ্রাম–১৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম–১৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম–১৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান, এনডিএমের প্রার্থী মো. এমরান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বৃহত্তর সুন্নীজোটের প্রার্থী এসএম শাহজাহান এবং চট্টগ্রাম–৮ আসনে সিপিবির প্রার্থী শিহাব উদ্দিন মনোনয়নপত্র জমা দেন।
মীর হেলাল বলেন, শেষ দিনে সবাই মনোনয়নপত্র জমা দেবেন। অনেক ভিড় হবে, নিয়ম মেনে আমি আজ (রোববার) মনোনয়নপত্র জমা দিয়েছি। তিনি বলেন, অনেকেই লোকজন নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। আমি উদাহরণ সৃষ্টি করতে চাই। পাঁচ মিনিটের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়ে বের হয়ে এসেছি। দলীয় নেতা, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ পাঁচজন এবং কাগজপত্র বুঝিয়ে দিতে অনুমতি নিয়ে সঙ্গে দুজন আইনজীবী নিয়েছিলাম।
যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন : চট্টগ্রামের তিন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, গতকাল আরো ৩৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চট্টগ্রাম–১১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির দলীয় প্রার্থী বদলের পর গতকাল তিনি এ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর আগে তিনি চট্টগ্রাম–১০ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন ভূইয়াও গতকাল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসন কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, চট্টগ্রাম–১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির মো. এরশাদ উল্ল্যা ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফ ছিদ্দিকি। এছাড়া চট্টগ্রাম–২ আসনে গণঅধিকার পরিষদের রবিউল হাসান ও ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ গিয়াস উদ্দিন, চট্টগ্রাম–৩ আসনে স্বতন্ত্র মো. মোয়াহেদুল মাওলা, চট্টগ্রাম–৬ আসনে ইসলামী আন্দোলনের মো. জিয়াউর রহমান, গণসংহতি আন্দোলনের নাছির উদ্দিন তালুকদার, চট্টগ্রাম–৭ আসনে খেলাফত মজলিসের মো. আবুল কালাম ও এলডিপির মো. নুরুল আলম, চট্টগ্রাম–১২ আসনে বিএনপির সৈয়দ মোহাম্মদ কাউছার, এবি পার্টির মো. তৌহিদ হোসেন মজুমদার, চট্টগ্রাম–১৩ আসনে বিএনপির সরওয়ার জামাল নিজাম, মো. হামিদুল ইসলাম ও গণঅধিকার পরিষদের মো. মুজিবুর রহমান চৌধুরী, চট্টগ্রাম–১৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ওছমান গণি, চট্টগ্রাম–১৬ আসনে গণঅধিকার পরিষদের মো. আরিফুল হক, মুসলিম লীগের এহছানুল হক ও খেলাফত মজলিসের মো. নেছার উদ্দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, চট্টগ্রাম–৪ আসন থেকে গণঅধিকার পরিষদের এটিএম পারভেজ, গণসংহতি আন্দোলনের জাহিদুল আলম, ইসলামী ফ্রন্টের মো. সিরাজুদ্দৌলা, চট্টগ্রাম–৫ আসনে এবি পার্টির মো. দিদারুল আলম, স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুদ্দিন চৌধুরী, চট্টগ্রাম–৮ আসনে এনসিপির মো. জোবাইরুল হাসান আরিফ ও স্বতন্ত্র প্রার্থী মো. আজাদ চৌধুরী, চট্টগ্রাম–৯ আসনে গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ, সমঅধিকার পরিষদের দীপক কুমার পালিত, স্বতন্ত্র প্রার্থী তৌহিদুল ইসলাম, বিএনপির জেলী চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইরফান চৌধুরী সজীব, চট্টগ্রাম–১০ আসনে বিএনপির মোশারফ হোসেন দিপ্তী, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম, জাতীয় পার্টির মোহাম্মদ এমদাদ হোসাইন ও স্বতন্ত্র প্রার্থী গোলাম শাহাদাৎ বিটু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে মোট ১৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন এবং মহিলা ভোটার ৩১ লাখ ৯৮ হাজার ৫৭০ জন। এবার তৃতীয় লিঙ্গের ভোটার ৭০ জন। এবার চট্টগ্রামের ১৬ আসনে মোট ভোটকেন্দ্র ১৯৬৫টি এবং বুথ ১২৫৯৫টি।












