মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ

চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ কাল । আপিলে ফিরে আসা ২০ জনসহ চট্টগ্রামে ১৬ আসনে প্রার্থী ১২১

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ৬:২৩ পূর্বাহ্ণ

নির্বাচন কমিশনের আপিল শুনানিতে ২০ প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার পর চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনে এখন মোট প্রার্থী সংখ্যা ১২১জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার। চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের মোট ১২১ জন প্রার্থীর মধ্যে অনেকেই আজ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রামের তিন রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের প্রার্থিতা প্রত্যাহার করার সম্ভাবনা রয়েছে।

আজকে প্রার্থিতা প্রত্যাহারের পর আগামীকাল ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের শুরু হবে মাঠ পর্যায়ে নির্বাচনী ভোটের প্রচারণা। বলতে গেলে প্রচারণার অপেক্ষায় সকল প্রার্থী ও তাদের কর্মীসমর্থকরা।

এই ব্যাপারে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এই চূড়ান্ত প্রার্থীদের মাঝে আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। গত ২৯ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চট্টগ্রামে ১৬ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, জাতীয় পার্টি ও বিভিন্ন রাজনৈতিক দলসহ স্বতন্ত্র মিলে মোট ১৪৩ প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৪৩ প্রার্থীর মনোনয়নপত্র বাছাই শেষে চট্টগ্রামের তিন রিটার্নিং অফিসার

৪২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন এবং ১০১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এরমধ্যে চট্টগ্রাম১১ আসনের এবি পার্টির মো. লোকমান নির্দিষ্ট দিনে (মনোনয়নপত্র জমাদানের দিনে) তার মনোনয়নপত্র জমা নেননি বলে হাইকোর্টে রীট করলে, তার মনোনয়নপত্র গ্রহণের জন্য রিটার্নিং অফিসারকে নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশে গত ১৩ জানুয়ারি তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়। গত ১৪ জানুয়ানি বাছাইকালে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। এতে প্রার্থী সংখ্যা দাঁড়ায় ১০২ জন।

এদিকে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনের আপিল শুনানিতে ঋণ খেলাপির কারণে চট্টগ্রাম২ ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করা হয়। মনোনয়নপত্র বাছাইকালে রিটার্নিং অফিসার কর্তৃক বাতিল হওয়া প্রার্থীদের অনেকেই তদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য নির্বাচন কমিশনে আপিল করেন। নির্বাচন কমিশনের ৯দিনের আপিল শুনানিতে ২০ প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এখন চট্টগ্রামে ১৬ আসনে মোট প্রার্থী সংখ্যা ১২১জন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ ২০ জানুয়ারি। আগামীকাল ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। পরবর্তীতে ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। সবশেষ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৭জন এবং মহিলা ভোটার সংখ্যা ৩১ লাখ ৯৮ হাজার ৫৭০জন। এবার তৃতীয় লিঙ্গের ভোটার ৭০জন।

পূর্ববর্তী নিবন্ধসিপিএ এজেন্ট ডেস্ক সিস্টেম চালু
পরবর্তী নিবন্ধগণভোটে অংশ নিয়ে হ্যাঁ-তে সিল দিন : প্রধান উপদেষ্টা