মনোনয়নপত্র নিলেন আ. লীগের চেয়ারম্যান প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ সেপ্টেম্বর, ২০২২ at ৫:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ টি এম পেয়ারুল ইসলাম গতকাল রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে তিনি মনোনয়ন পত্র জমা দিবেন বলে জানিয়েছেন।
গত শনিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় চট্টগ্রাম জেলা পরিষদে চেয়ারম্যান পদে এ টি এম পেয়ারুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়। এ টি এম পেয়ারুল ইসলাম ফটিকছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী জেলা পরিষদ নির্বাচন ১৫ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল, বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর এবং ২২ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে আপিল নিষ্পত্তির দিন ধার্য রয়েছে। ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১৭ অক্টোবর চট্টগ্রামসহ দেশের ৬০টি জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এ টি এম পেয়ারুল ইসলাম নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছিলেন। ১৯৯০ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ১ লাখ ৭ হাজার ৭শ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৮০ থেকে ৮২ পর্যন্ত উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি
পরবর্তী নিবন্ধশিল্প প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে মালিক-শ্রমিকের ঐক্যের বিকল্প নেই