মনোনয়নপত্র জমা দিলেন যারা

চট্টগ্রামে ১৬ আসন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ৬:২২ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে গতকাল সোমবার বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, জাতীয় পার্টি ও বিভিন্ন রাজনৈতিক দলসহ স্বতন্ত্র মিলে মোট ১৪৩ প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম১ মীরসরাই

চট্টগ্রাম(মীরসরাই) আসনে ১০ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেনবিএনপির নুরুল আমিন, বিএনপির শাহীদুল ইসলাম চৌধুরী, জামায়াতের মোহাম্মদ ছাইফুর রহমান, জাতীয় পার্টির সৈয়দ শাহাদাৎ হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলজেএসডির এ কে এম আবু ইউছুপ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেরদৌস আহমদ চৌধুরী, জাতীয় পার্টির মোহা. এরশাদ উল্যা, স্বতন্ত্র মোহাম্মদ আশরাফ ছিদ্দিকি।

চট্টগ্রাম(ফটিকছড়ি)

চট্টগ্রাম(ফটিকছড়ি) আসনে গতকাল ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেনবিএনপির সরোয়ার আলমগীর, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নুরুল আমিন, জনতার দলের মোহাম্মদ গোলাম নওশের আলী, বাংলাদেশ সুপ্রীম পার্টির শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ, বাংলাদেশ সুপ্রীম পার্টির মো. ওসমান আলী, গণ অধিকার পরিষদের রবিউল হাসান, স্বতন্ত্র আহমদ কবির, স্বতন্ত্র জিন্নাত আকতার, বাংলাদেশ খেলাফত মজলিসের এইচএম আশরাফ বিন ইয়াকুব।

চট্টগ্রাম(সন্দ্বীপ)

চট্টগ্রাম(সন্দ্বীপ) আসনে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেনবিএনপির মোস্তফা কামাল পাশা, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আলা উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আমজাদ হোসেন, জাতীয় পার্টির এম এ ছালাম, স্বতন্ত্র মো. মোয়াহেদুল মাওলা মনোনয়নপত্র দাখিল করেছেন।

চট্টগ্রাম৪ সীতাকুণ্ড

চট্টগ্রাম৪ সীতাকুণ্ড আসনে ১০ জন প্রার্থী গতকাল চট্টগ্রামের রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেনবিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী, জামায়াতে ইসলামীর মো. আনোয়ার ছিদ্দিক, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. শহীদুল ইসলাম চৌধুরী, গণসংহতি আন্দোলনের জাহিদুল আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পর্ার্টির মো. জাকারিয়া খালেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. দিদারুল মাওলা, গণ অধিকার পরিষদের এ টি এম পারভেজ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. সিরাজুদ্দৌল্লা এবং স্বতন্ত্র প্রার্থী মো. নুরুর রশীদ।

চট্টগ্রাম৫ হাটহাজারী

চট্টগ্রাম৫ হাটহাজারী আসনে গতকাল চট্টগ্রামের রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কাছে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেনবিএনপির মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, স্বতন্ত্র এস এম ফজলুল হক, স্বতন্ত্র শাকিলা ফারজানা, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, বাংলাদেশ লেবার পার্টির মো. আলা উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মতি উল্লাহ নূরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মোখতার আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নাসির উদ্দীন, স্বতন্ত্র মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ।

চট্টগ্রাম৬ রাউজান

চট্টগ্রাম৬ রাউজান আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেনবিএনপির গোলাম আকবর খোন্দকার, বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, জামায়াতে ইসলামীর মো. শাহজাহান মঞ্জু, গণসংহতি সমিতির নাছির উদ্দীন তালুকদার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইলিয়াছ নূরী মনোনয়নপত্র দাখিল করেছেন।

চট্টগ্রাম৭ রাঙ্গুনিয়া

চট্টগ্রাম৭ রাঙ্গুনিয়া আসনে মোট ৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেনবিএনপির হুমাম কাদের চৌধুরী, জামায়াতে ইসলামীর এটিএম রেজাউল করিম, এবি পার্টির মো. আব্দুর রহমান, জাতীয় পার্টির মো. মেহেদী রাসেদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ ইকবাল হাছান, গণ অধিকার পরিষদের মো. বেলাল উদ্দীন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রমোদ বরণ বড়ুয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল্লাহ আল হারুন, খেলাফত মজলিসের মো. আবুল কালাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

চট্টগ্রাম৮ বোয়ালখালীচান্দগাঁও

চট্টগ্রাম৮ বোয়ালখালীচান্দগাঁও আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেনবিএনপির এরশাদ উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবু নাছের, জাতীয় নাগরিক পার্টিএনসিপির প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. সেহাব উদ্দীন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ এমদাদুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নুরুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ এনায়েত উল্লাহ, স্বতন্ত্র মো. আজাদ চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ হাসান।

চট্টগ্রাম৯ কোতোয়ালী

চট্টগ্রাম৯ কোতোয়ালী আসনে ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেনবাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপির মোহাম্মদ আবু সুফিয়ান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. এ কে এম ফজলুল হক, গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ, নাগরিক ঐক্যের মো. নুরুল আবছার মজুমদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মো. শফি উদ্দিন কবির, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, জাতীয় সমাজতান্ত্রিক দলজেএসডির আবদুল মোমেন চৌধুরী, স্বতন্ত্র মিলন কান্তি শর্মা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ নঈম উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস শুক্কুর, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মো. নেজাম উদ্দীন, জনতার দলের মো. হায়দার আলী চৌধুরী। চট্টগ্রাম১০ ডবলমুরিংহালিশহরপাহাড়তলী

চট্টগ্রাম১০ ডবলমুরিংহালিশহরপাহাড়তলী আসনে মোট ১১ জন প্রার্থী গতকাল মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেনবাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপির সাঈদ আল নোমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ জান্নাতুল ইসলাম, জাতীয় পার্টির মুহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) আসমা আকতার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. লিয়াকত আলী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সাবিনা খাতুন, বাংলাদেশ লেবার পার্টির মো. ওসমান গণি, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আলী ওসমান, স্বতন্ত্র মোহাম্মদ আরমান আলী, স্বতন্ত্র মো. ওমর ইউসুফ খাঁন।

চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা

চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেনবিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী ও এ কে এম আবু তাহের, জামায়াতে ইসলামীর মোহাম্মদ শফিউল আলম, জাতীয় পার্টির মো. আবু তাহের, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) দীপা মজুমদার, গণফোরামের উজ্জ্বল ভৌমিক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ আবু তাহের, বাসদের মো. নিজামুল হক আল কাদেরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. আজিজ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নূর উদ্দিন, গণ অধিকার পরিষদের মুহাম্মদ নেজাম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ভূইয়া।

চট্টগ্রাম১২ পটিয়া

চট্টগ্রাম১২ পটিয়া আসনে ১১ জন প্রার্থী গতকাল সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেনবিএনপির মোহাম্মদ এনামুল হক, জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফরিদুল আলম, এলডিপির এম. এয়াকুব আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের এসএম বেলাল নূর, জাতীয় পার্টির সিরাজুল ইসলাম চৌধুরী, ফরিদ আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ আবু তালেব, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু, স্বতন্ত্র সৈয়দ সাদাত আহমেদ, গণঅধিকার পরিষদের এমদাদুল হাসান, স্বতন্ত্র মুহাম্মদ শাখাওয়াত হোসাইন।

চট্টগ্রাম১৩ আনোয়ারাকর্ণফুলী

চট্টগ্রাম১৩ আনোয়ারাকর্ণফুলী আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেনবিএনপির সরোয়ার জামাল নিজাম, বিএনপির মো. আলী আব্বাস, জামায়াতে ইসলামীর মাহমুদুল হাসান, জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মু. রেজাউল মোস্তফা, খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান, গণঅধিকার পরিষদের মো. মুজিবুর রহমান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনএনডিএমের মোহাম্মদ এমরান।

চট্টগ্রাম১৪ চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক

চট্টগ্রাম১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেনবিএনপির জসীম উদ্দীন আহমেদ, এলডিপির ওমর ফারুক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মৌ. মো. সোলাইমান, স্বতন্ত্র মোহাম্মদ মিজানুল হক চৌধুরী, জাতীয় পার্টির বাদশা মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আবদুল হামিদ, স্বতন্ত্র শফিকুল ইসলাম রাহী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের এইচএম ইলিয়াছ, স্বতন্ত্র মোহাম্মদ নুরুল আনোয়ার।

চট্টগ্রাম১৫ সাতকানিয়ালোহাগাড়া

চট্টগ্রাম১৫ (সাতকানিয়ালোহাগাড়া) আসনে মোট ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেনবাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী, বিএনপির নাজমুল মোস্তফা আমীন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীফুল আলম চৌধুরী।

চট্টগ্রাম১৬ বাঁশখালী

চট্টগ্রাম১৬ (বাঁশখালী) আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেনবিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী, জামায়াতে ইসলামীর মুহাম্মদ জহিরুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আব্দুল মালেক, স্বতন্ত্র মোহাম্মদ লেয়াকত আলী, গণঅধিকার পরিষদের মো. আরিফুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মুহাম্মদ মুসা, বাংলাদেশ মুসলিম লীগের এহছানুল হক, এলডিপির মো. কফিল উদ্দিন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ রুহুল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধখসরুর নগদ আছে ১ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার ৫৫০ টাকা
পরবর্তী নিবন্ধআমরা আজ গণতান্ত্রিক অর্ডার ফিরে পাওয়ার দিকে যাচ্ছি