মনোনয়ন পেলেন না তিন প্রতিমন্ত্রী, ৬৯ সাংসদ

পরিবর্তন শতাধিক আসনে

| সোমবার , ২৭ নভেম্বর, ২০২৩ at ১০:০১ পূর্বাহ্ণ

একাদশ সংসদ নির্বাচন ও পরে উপনির্বাচনে জিতে এসেছেন এমন ৬৯ জন সংসদ সদস্যকে এবার মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। এদের মধ্যে চারজন নানা সময় পূর্ণ মন্ত্রী ছিলেন। বর্তমান তিন প্রতিমন্ত্রীও পাননি মনোনয়ন। এক চিত্রনায়িকার সঙ্গে ফোনালাপ ফাঁসের ঘটনায় প্রতিমন্ত্রীর পদ হারানো এক সংসদ সদস্যকেও বাদ দিয়েছে ক্ষমতাসীন দল। বাদ পড়েছেন এমপি নির্বাচিত হওয়া পুলিশের সাবেক এক মহাপরিদর্শকও। গতকাল রোববার আগামী ৭ জানুয়ারির ভোটকে সামনে রেখে আওয়ামী লীগ ৩০০ আসনের মধ্যে ২৯৮টিতে প্রার্থী ঘোষণা করেছে; ফাঁকা রেখেছে নারায়ণগঞ্জ ৫ ও কুষ্টিয়া ২।

২০১৮ সালের সবশেষ নির্বাচনে মহাজোটের শরিকদের ছাড় দেওয়া হয়েছিল, এমন আসনগুলোর মধ্যে কেবল এ দুটিতে প্রার্থী দেয়নি ক্ষমমতাসীন দল। বাকি সবগুলোতেই মনোনয়ন ঘোষণা করা হয়েছে। শরিক ও অন্য দলগুলোকে ছাড় দেওয়ার যে আলোচনা আছে, সেটির জন্য এখনও সময় আছে। আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আছে। এরপর মনোনয়নপত্র প্রত্যাহারের আগে সমর্থন জানানোর সুযোগ আছে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধসমুদ্রে নিখোঁজের দুই দিন পর যুবকের মৃতদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধজন্ম-মৃত্যু নিবন্ধনে জালিয়াতি শাস্তিযোগ্য অপরাধ : মেয়র