ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে নিয়ে উচ্ছ্বসিত দেশের ফুটবলপ্রেমীরা। সেই উচ্ছ্বাস ছুঁয়ে গেছে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে। তার কাছে মনে হচ্ছে যেন, বাংলাদেশে লিওনেল মেসি এসেছেন। হামজাকে ঘিরে দেশের ফুটবলে দিনবদলের আশা করছেন সমর্থকরা। যে কারণে ম্যানচেস্টার থেকে তার সিলেটে আগমন দেশের ফুটবলে ঝড় বইয়ে দিয়েছে। তাকে একনজর দেখতে তার গ্রামের বাড়ি পর্যন্ত উপচেপড়া ভিড় ছিল দেখার মতো। সামাজিক যোগাযোগের মাধ্যমেও সবচেয়ে চর্চিত নাম এখন হামজা। হামজার প্রতি সমর্থকদের এমন বুঁদ হয়ে থাকা থেকে মোটেও অবাক নন জামাল। তার মতে বাংলাদেশের ফুটবলে হামজা মেসির চেয়ে মোটেও কম নন। গতকাল রাজধানীর পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জামাল বলেন হামজা প্রিমিয়ার লিগে খেলা খেলোয়াড়। সে আমাদের দলে এসেছে। এটা অনেকটা মনে হচ্ছে আমাদের মেসি এসেছে। আমি ঠিক এমনটাই অনুভব করছি। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে আসা হামজা জাতীয় দলের সঙ্গে সহজেই মানিয়ে নেবেন এমনটাই বিশ্বাস জামালের। তিনি বলেণ আমার মনে হয় সে দারুণভাবেই ফিট হবে। সবাই তাকে স্বাগত জানিয়েছে। সবার হামজার প্রতি শ্রদ্ধা রয়েছে। তারা জানে সে আমাদের দলের জন্য কী বয়ে আনতে পারে। তারা জানে সে আমাদের কী দিতে পারে। সে আমাদের জন্য আসলে দুর্দান্ত খেলোয়াড়। আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের প্রথম লেগের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে অভিষেক হবে হামজার। ভারতের মাটিতে জাতীয় সংগীত বেজে উঠলে হামজার গায়ে কাঁটা দেবে বলে মনে করেন জামাল। হামজাকে আপনারা যে অভ্যর্থনা দিচ্ছেন তা অসাধারণ। এটি সারা বিশ্বের অন্যদেরও অনুপ্রাণিত করবে। ২৫ মার্চ যখন সে জাতীয় সংগীত শুনবে তখন তার গায়ে কাঁটা দিয়ে উঠবে। যেমনটি আমারও দিয়েছিল।