মনে পড়ে অপলক আরহান | বুধবার , ৭ জুলাই, ২০২১ at ৬:১৮ পূর্বাহ্ণ (৩১,৮৮৮) বন্ধুরা সব অনলাইনে ক্লাসের পড়াও কিন্তু তাই, স্কুল, মাঠ আর বারান্দাটা মিস করি যে রোজ ভাই। টিফিন ছুটির মিষ্টি ক্ষণে কবে হবে আবার দেখা, বন্ধুদের কথা পড়ে মনে বিশ্বটা আবার মেলুক পাখা।