কেড়ে নিতে চাও তুমি আমার যোগ্যতা,
আমিই দিয়ে দিলাম তোমায়
আর কি নিবে বলো?
আমার দক্ষতা, আমার ক্ষমতা
আমার পদমর্যাদা– কত নিবে তুমি?
আমার তো শুধু এইটুকুই নয়,
আমার আছে সুর, আমার আছে ছন্দ
আমার আছে অসীম আকাশের উদারতা
বিশাল সমুদ্রের মতো সৃজনশীলতা
কত শুষে নিবে তুমি?
সুখ কেড়ে নিবে? শান্তি কেড়ে নিবে?
নাও! সব নিয়ে নাও।
আমার আছে এক দুঃখের পরশ পাথর
যার ছোঁয়াতেই সব সুন্দর হয়ে উঠে।
আমার সম্মান কেড়ে নিবে? আমার খ্যাতি নিবে?
যাও নিয়ে যাও।
তুমি কি জানো কত অবুঝ মনের গোপনে
আমার নাম লেখা!
কত ছোট ছোট শিশুদের মাঝে আমার নাম
জ্বলজ্বল হয়ে জ্বলে?
আমার সব নিংড়ে নিয়ে গেলেও তুমি
আমাকে শেষ করতে পারবে না
আমার ভেতরের যে সূর্য তা জ্বলে
দ্বিগুণ আলো নিয়ে।
আমার মনের যে স্নিগ্ধ চাঁদের জ্যোস্না
তা কতটা সুন্দর, মনোরম তার
কোনো ধারণাই তোমার নেই।
হাতের কলমটা যে, কত শক্তিশালী
তুমি কি জানো? শত খাতা পুড়ে ফেললেও
আমার লেখা মুছে ফেলতে পারবে না।
আমি সর্বত্র আছি, থাকব।
যতই পথ অবরোধ করো না কেন
আমাকে আটকে রাখা সম্ভব হবে না কখনো।