আকাশ পানে যেতে পারে
বন্ধ করে খিল,
পাশে থেকে কেউ দেখে না
মন হলো এক চিল।
রাতে আবার নিদ্রা ছেড়ে
সাগর হয় যে পার,
ঘরে বসে বন্য হাতির
মটকে দেয় সে ঘাড়।
পাহাড় বেয়ে নিমিষেই যে
চুড়ায় উঠে যায়,
চাঁদের পানে হাত বাড়িয়ে
মুড়ির মোয়া খায়।
দুষ্টমি মন কম করে না
প্রশ্রয় যদি পায়,
ভূতের সাথে রাতের বেলায়
তেঁতুল পেড়ে খায়।