মনটা আমার বাঁধন হারা চায় না বন্দী থাকতে, পাখির মতো ডানা মেলে চায় যে শুধু উড়তে। আকাশের ঐ মেঘ হয়ে
সে চায় শুধু ভাসতে, রংধনুর সাতটি রঙে নিজে কে রাঙাতে। কখনও চায় সবুজ হয়ে পাতায় পাতায় খেলতে, শিশিরের মুক্তো দিয়ে নিজেকে নিজে সাজাতে। কখনও চায় রাখালের বাঁশি হয়ে বাজতে, কৃষাণীর পায়ের মাঝে আলতা হয়ে ফুটতে।
শরতের কাশ হয়ে হেলে দুলে নাচতে, কুয়াশার চাদর হয়ে আদর দিয়ে ঢাকতে। তবুও তো মন ভরে নারে ইচ্ছেরা হায় ফুরোয় না, নতুন নতুন স্বপ্ন বুনে হাজার রকম বাহানা। তেমনি হাজার উড়িয়ে দিলেম ইচ্ছে ফানুস ভেসে যা, আমার মতো ইচ্ছে হলেই যেথায় খুশি উড়ে যা।