আমরা সবাই মানুষ হওয়ার জন্য নানানভাবে সংগ্রাম করে থাকি। সবার একটা লক্ষ্য থাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। নিজেকে বিশেষভাবে সুপ্রতিষ্ঠিত করার ইচ্ছা কাজ করে। শিক্ষাদীক্ষায় আলোকিত হওয়ার চেয়েও নিজেকে অনেক দূর এগিয়ে নিতে আনন্দবোধ করি। কিন্তু মানুষ কোথায় প্রকৃত সুখ, শান্তি, আনন্দ তেমন বুঝতে পারে না। মানুষের প্রকৃত সুখ ও শান্তি অন্তর্নিহিত রয়েছে আত্নতৃপ্তি ও আত্নমর্যাদায়। মানুষ হিসেবে নিজেকে আমরা যতই অর্থবৃত্তের জন্য গৌরব বোধ করি না কেন এগুলো শুধু লোক দেখানো কিছু অহংবোধের রূপ। মনে রাখতে হবে অন্যকে নিজের সুখ দেখাতে কোনো আনন্দ নেই। মনের আনন্দ বা আত্নজয় প্রকৃত সুখ। আর আমাদেরকে প্রকৃত মানুষ হতে হলে মনুষ্যত্বসম্পন্ন বিবেকবান দেশপ্রেমিক মানুষ হওয়াই জরুরি। কেননা মনুষ্যত্বসম্পন্ন মানুষ ছাড়া নিজের বা সমাজের প্রকৃত কোনো কল্যাণ সাধন হতে পারে না। মনুষ্যত্ববান মানুষ হওয়ার জন্য আমাদেরকে সুশিক্ষা, মানবিক গুণাবলী এবং অপরিসীম দেশপ্রেমের অধিকারী হতে হবে। মনে রাখতে হবে একজন দেশপ্রেমিক মানুষ সবসময় দেশের জন্য, মানুষের জন্য ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকে। আসুন নিজেকে মনুষ্যত্ববান মানুষ হিসেবে গড়ে তুলি। জীবনের নানান সংকট সমস্যা সমাধানের জন্য মানসিকভাবে নিজেকে আত্নপ্রত্যয়ী মানুষ হিসেবে বিনির্মাণ করি। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে মনুষ্যত্বসম্পন্ন মানুষই আত্নগৌরব, আত্নমর্যাদা ও আত্নআনন্দের অধিকারী।