পটিয়া খানকা-এ-কাদেরীয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি ও খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ মনির আহমদ সওদাগর (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। মরহুমের ১ম নামাজে জানাযা গত সোমবার সকাল ১০টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এবং ২য় জানাযা বাদে জোহর জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। মনির আহমদ সওদাগরের ইন্তেকালে শোক প্রকাশ করেন আনজুমান ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোহসিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, দক্ষিণ জেলার সভাপতি কমর উদ্দিন সবুর, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।