কদম মোবারক মুসলিম এতিমখানা প্রাক্তন ছাত্র পরিষদ আয়োজিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল বুধবার বিকাল ৪টায় নগরীর মোমিন রোডস্থ কদম মোবারক মুসলিম এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির আহবায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সভাপতি লায়ন এস এম মোরশেদ হোসাইন, প্রাক্তন বিমান বাহিনী ক্যাপ্টেন আহমদ ছফা, বীর মুক্তিযোদ্ধা শফি খান, বিশিষ্ট ফুটবলার আযাদ নিজামুল হক, ইসলামাবাদীর দৌহিত্র গাজী ইসলামাবাদী, বিশিষ্ট ব্যবসায়ী মো. আহাদ শাহ চৌধুরী, শিক্ষক মৌলানা রিদুয়ানুল হক, শিক্ষক মো. শফিকুল ইসলাম, মোসলেম উদ্দিন, প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ আলাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইব্রাহীম, ব্যাংকার হানিফুল ইসলাম মাহমুদ। উপস্থিত ছিলেন এতিমখানা কার্যকরী পর্ষদের সদস্য ইমরান হোসেন জুয়েল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।