মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭১তম মৃত্যুবার্ষিকী কাল

| শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৯:১১ পূর্বাহ্ণ

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক, অবিভক্ত ভারতবর্ষের অসাম্প্রদায়িক মননের খ্যাতিমান ব্যক্তিত্ব, সাহিত্যিক, বরেণ্য সাংবাদিক, শিক্ষা সম্প্রসারণের অগ্রদূত, কদম মোবারক মুসলিম এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল রোববার।
মৃত্যুবার্ষিকী স্মরণে কদম মোবারক মুসলিম এতিমখানার উদ্যোগে আগামীকাল বিকেল ৩টায় মোমিন রোডস্থ এতিমখানা প্রাঙ্গণে স্মরণসভার আয়োজন করা হয়েছে। আলোচনায় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজবিজ্ঞানী, ইসলামী চিন্তক, সমাজসেবীসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। উক্ত স্মরণসভায় যথাসময়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য কদম মোবারক মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়ক মোহাম্মদ আবুল কাশেম সকলের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন টিটু
পরবর্তী নিবন্ধপাণিনি আমিনের যুক্তরাষ্ট্রের এআইসিপির সদস্যপদ লাভ