চট্টগ্রামের চিত্রভাষা গ্যালারিতে আজ ১৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে শিল্পী মনসুর উল করিমের একক চিত্র প্রদর্শনী ‘স্বদেশ আমার’। প্রদর্শনীটি চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। মিশ্র মাধ্যমে আঁকা পনের ফুট দৈর্ঘ্যের একটি চিত্রকর্মের প্রদর্শনী এটি। ‘স্বদেশ আমার’ শিল্পীর জীবদ্দশায় শেষদিকে আঁকা একটি অন্যতম শিল্পকর্ম যা তিনি বিশেষভাবে চিত্রভাষা গ্যালারিতে প্রদর্শনীর জন্যই সৃষ্টি করেছিলেন। শিল্পী মনসুর উল করিম প্রয়াত হয়েছেন গত ৫ অক্টোবর। শিল্পীর প্রয়াণ মাসে এই আয়োজনের মধ্য দিয়ে তাঁর স্মৃতি ও সৃষ্টির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করছে চিত্রভাষা গ্যালারি। খুলশীস্থ রোজভ্যালি আবাসিক এলাকার চিত্রভাষা গ্যালারীর প্রদর্শন কক্ষে প্রতিদিন বিকাল সাড়ে চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রেস বিজ্ঞপ্তি।












