মনমিতালি

অমিত বড়ুয়া | বুধবার , ৭ এপ্রিল, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

রাতের আকাশ তারায় ভরা
দিনের আকাশ নীল
সেই আকাশে উড়ে বেড়ায়
একটি দু’টি চিল।

কেউ আকাশে ওড়ায় আবার
নানা রঙের ঘুড়ি
পাঠশালা যার জেলখানা সে
করে দুপুর চুরি।

কখনোবা মাঝ আকাশে
ছড়িয়ে দু’খান ডানা
মেঘবালিকা ভেসে বেড়ায়
কেউ করে না মানা।

বিকেল হলেই দুরন্তদের
হাতছানি দেয় মাঠ
আলোয় রাঙা দুপুর তখন
গুটায় রাজ্যপাট।

সন্ধ্যাকাশে উঁকি মারে
কাস্তে বাঁকা চাঁদ
উছলে পড়ে আলোর কণা
আর মানে না বাঁধ।

চাঁদ আকাশের এমন দারুণ
মনমিতালি দেখে
কেউবা মজার গল্প বলে
কল্পনা রঙ মেখে।

চাঁদ কপালে চাঁদেরই টিপ
কেউবা এঁকে যায়
আঁধার ঠেলে সাঁঝবেলাটা
আলোতে ঝলকায়।

পূর্ববর্তী নিবন্ধঘড়ি
পরবর্তী নিবন্ধযে গ্রহ হীরের তৈরি!