মনময়ুরী

কল্যাণ বড়ুয়া | বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ৭:২২ পূর্বাহ্ণ

মনটা যে এক উড়াল পাখি

যায় না রাখা বেঁধে,

মনের রাজ্যে মন হারিয়ে

মনটা উঠে কেঁদে।

মনময়ুরী হাওয়ায় ভেসে

যায় যে বহুদূর,

উত্তাল হাওয়া হৃদয় কোনে

বাজে অচিন সুর।

মনের মাঝে কতো কিছু

করে আনাগোনা,

শান্ত হতে যতোই বলি

কথাই সে শোনে না।

পূর্ববর্তী নিবন্ধবিরহের উইল
পরবর্তী নিবন্ধএকা