মননে বৃক্ষরোপণ

স্বপ্নীল বড়ুয়া কনা | রবিবার , ১৫ অক্টোবর, ২০২৩ at ৪:৪৮ পূর্বাহ্ণ

সুখ, দুঃখ, আশা, নৈরাশ্য একই মালিকার পুষ্প। আপনি যখন সুখের বীজ বপন করবেন তখনই সুখ পুষ্পাকারে ধরা দিবে, আবার যখন দুঃখের বীজ বপন করবেন দুঃখ আপনার নিত্য সঙ্গী হবেন। একটু মনোযোগী হলেই আমরা, আপনারা নেতিবাচক কাজগুলো বিরত রেখে ইতিবাচক হতে পারি।

সামাজিক মাধ্যমে প্রতিদিন নিজেকে আধুনিক না করে, বাস্তবে নিজেকে পরিবর্তন করাটাই অতি আধুনিকতার প্রকাশ পায়। যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে সবাই জানে না, তবে চেষ্টায় তো ক্ষতি নেই।

আপনার ইতিবাচক মনোভাবে শুধু যে অন্যজন আকর্ষণ হবে তা নয়, আপনি নিজেই বেশি উপকৃত হবেন। বর্তমানে অধিকাংশ রোগই মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ। তাই নিজেকে দীর্ঘদিন সুস্থ রাখতে ইতিবাচক মনোভাব একান্ত জরুরি।

বোঁটা আলগা ফল যেমন গাছে থাকে না, তেমনি নেতিবাচক মনোভাব নিয়ে এ পৃথিবীতে টিকে থাকা অসম্ভব।

পূর্ববর্তী নিবন্ধরাস্তাটির সংস্কার চাই
পরবর্তী নিবন্ধচড়টা পুরো সমাজের মুখে পড়ে নি তো?