হঠাৎ করে মনের পেখম
পড়লো যেন খসে
এত্তো কিছু করছি তবু
আসছে না সে বশে।
দেখবে আলো? না না না না,
দেখবে কালো? দেখতে মানা;
একটু হাসি আনবে যদি
দশ দেব ঠিক দশে।
একটু রঙের কৌটা নেবে?
রস পাবে টসটসে!
হয় না রঙিন প্রজাপতি
যায় না ছুঁতে লজ্জাবতী;
হয় না রঙিন উথাল ঘুড়ি-
পড়লো কেমন ধসে!
একটা কিছু বের করে না
যাচ্ছি যত ঘষে।
পড়ার ঘরে হঠাৎ ঢুকি
একখানা বই মারলো উঁকি;
বলল : এসো বন্ধু হবে
যাও না খানিক বসে।
শুনেই আমি গেলাম বইয়ের
রঙিন ভুবন চষে।
দেখতে পেলাম মনটা এবার
সবুজ অঙ্ক কষে,
নতুন হয়ে ভরলো আবার
রঙে-রূপে-রসে।