মনটাই মন্দ

আশফাকুর রহমান বিপ্লব | বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:১৪ পূর্বাহ্ণ

হরিনাথ ডাক্তার

সাদা কালো মানুষে

কোথা আছে ফাঁক তার

হদিস সে খুঁজবেই।

আফ্রিকা থেকে এলো

কালো এক চামড়া

সাদা বলে আগে চাই

আলাদা কামরা।

হরিনাথ ভীনদেশী পুষবেই।

সুঁই দিয়ে হরিনাথ

নিয়ে নিলো রক্ত

সাদা কালো ভেদাভেদ

খুঁজে পাওয়া শক্ত।

অবশেষে হরিনাথ

বুঝে যায় দ্বন্দ্ব

সাদা কালো কিছু নয়

মনটাই মন্দ।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতার পাখি
পরবর্তী নিবন্ধবাবা সুপারহিরো