মনজু মেডিকেল আর আবীর টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান

প্রথম সভাতেই বিসিবির নতুন কমিটিগুলোর দায়িত্ব বণ্টন

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ১১:১৬ পূর্বাহ্ণ

নির্বাচনের দিনই সভাপতি, সহ সভাপতি নির্বাচন এবং পরদিন সভা ডেকে সবগুলো সাব কমিটি গঠন। এ যেন নতুন ক্রিকেট বোর্ড। এমন নজির আগে ছিল কিনা সন্দেহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড সভা শেষে গঠিত হয়েছে বিভিন্ন স্থায়ী ও কার্যনির্বাহী কমিটি। সভা শেষে এসব তথ্য জানিয়েছেন বিসিবির পরিচালক ইফতেখার মিঠু। গঠিত সাব কমিটি গুলোতে চট্টগ্রামের মনজুর আলম মঞ্জু পেয়েছেন মেডিকেল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। তিনি আগেও এই কমিটির চেয়ারম্যান ছিলেন। আর এবারে প্রথমবারের মত নির্বাচিত চট্টগ্রামের আরেক পরিচালক আহসান ইকবাল চৌধুরী আবীর পেয়েছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। গতকাল বন্টন করা বোর্ডের বিভিন্ন বিভাগে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া আরো দুটি গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান তিনি। যারমধ্যে রয়েছে গ্রাউন্ড কমিটি এবং বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে বিসিবির সাবেক সহ সভাপতি এবং বর্তমান সহ সভাপতি ফারুখ আহমেদকে কোন কমিটিতে চেয়ারম্যান রাখা হয়নি। যদিও বিসিবি পরিচালক ইফতেখার রহমান জানিয়েছেন আপাতত দুইতিন মাসের জন্য কমিটিগুলো দায়িত্ব পালন করবে। পরে কেউ কোনো দায়িত্বে অস্বস্তি অনুভব করলে বা পরিবর্তন করতে চাইলে বোর্ড প্রধানকে জানাতে পারবেন।

গতকাল বরাদ্দ হওয়া কমিটির মধ্যে ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। ফাইনান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন। ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফাইজুল রহমান মিঠু, গেম ডেভেলপমেন্ট কমিটিতে দায়িত্ব পেয়েছেন ইশতিয়াক সাদেক। এজ গ্রুপ টুর্নামেন্ট কমিটি আসিফ আকবরের হাতে দেওয়া হয়েছে। গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান বুলবুল এবং ভাইস চেয়ারম্যান রাহাত শামস।

ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বে সানিয়ান তানিম, আম্পায়ার্স কমিটিতে ইফতেখার রহমান, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটিতে এমডি শাখওয়াত হোসেন। মেডিকেল কমিটির চেয়ারম্যান হয়েছেন মনজুরুল আলম। টেন্ডার অ্যান্ড পার্চেজ কমিটির চেয়ারম্যান আবুল বাশার, ভাইস চেয়ারম্যান হাসান উস সামান। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির নেতৃত্বে আছেন আমজাদ হোসেন, অডিট কমিটি মোখলেসুর রহমান, ওমেনস উইং কমিটি আব্দুল রাজ্জাক, লজিস্টিক অ্যান্ড প্রোটোকল কমিটি ইয়াসির মোহাম্মদ ফয়সাল, সিকিউরিটি কমিটি মেহরাব আলম চৌধুরী। সিসিডিএমএর দায়িত্বে আছেন আব্দুল রহমান দিপন ও ফাইজুল রহমান মিঠু। ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটি জুলফিকার আলী খান, হাই পারফরম্যান্স কমিটি খালেদ মাসুদ পাইলট, বাংলা টাইগার্স রাহাত শামস এবং ওয়েলফেয়ার কমিটি মোখলেসুর আলম বাবু। এছাড়া বিপিএল গভর্নিং কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। চেয়ারম্যান হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল আর মেম্বার সেক্রেটারি ইফতেখার রহমান।

সংবাদ সম্মেলনে ইফতেখার রহমান জানান আজকের (গতকাল) মিটিংয়ের মূল উদ্দেশ্যই ছিল দায়িত্ব বণ্টন সম্পন্ন করা। পাশাপাশি তিনি জানিয়েছেন চলতি বছরের ডিসেম্বরেই মাঠে গড়াবে ঘরোয়া টিটোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ আসর বিপিএল। অল্প সময়ের মধ্যে আয়োজন চ্যালেঞ্জিং হলেও বিসিবির নতুন পরিচালনা পর্ষদ ঘরোয়া এই টুর্নামেন্ট আয়োজনে বদ্ধপরিকর।

পূর্ববর্তী নিবন্ধবিসিবিতে ইসফাকের জায়গায় রুবাবা
পরবর্তী নিবন্ধর‌্যাংকিংয়ে ৬ ধাপ উন্নতি মারুফার