চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সাবেক মেয়র, মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউণ্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনজুর আলম–এর ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু করা হয়েছে। গতকাল বাদ জুমা এইচ এম ভবন অডিটরিয়ামে নারীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার জন্য এক নারী সমাবেশের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মোহাম্মদ নিজামুল আলম। এতে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, বর্তমান বাংলাদেশে নারী ও পুরুষ প্রায় সমান সমান। নারীদের অবহেলা করে দেশ–জাতির উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব নয়। সে বিবেচনায় আমরা নারীদের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলাম। এ কর্মসূচি এক সপ্তাহব্যাপী পরিচালিত হবে।
বাড়ির আঙিনা পরিত্যক্ত জায়গা, কল কারখানার খালি জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হবে। তিনি তাঁর এই কার্যক্রমের সাথে সকলকে সহযোগী হওয়ার আহ্বান জানান। এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনা করেন অত্র ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাহিদুল আলম, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, শিক্ষার্থী ছৈয়দ নাবিদ আব্দুল্লাহ মনজুর আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।