মনজুরা বেগম

| রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:৩৭ পূর্বাহ্ণ

আমিরুল আউলিয়া হযরত আমিরুজ্জমান শাহ (কঃ) এর নাতি, আদরের কালা সোনা গ্রন্থের রচয়িতা হযরত ফৌজুল আজিম শাহ (কঃ) এর স্ত্রী মনজুরা বেগম (৭২) গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ২ কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত ১১টায় মরহুমার নামাজে জানাজে অনুষ্ঠিত হয়। মনজুরা বেগমের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংবিধান থেকে এক চুলও নড়বে না আ. লীগ : কাদের
পরবর্তী নিবন্ধঝাউতলা জামিয়া কোরআনিয়া মাদরাসার দস্তারবন্দী সম্মেলন আজ