মনছুর শাহ যুব পরিষদ আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মনছুরাবাদ গণপূর্ত বিদ্যানিকেতন বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় আজিজ স্মৃতি সংসদ ৩-০ গোলে আলী ওয়ারিয়র্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু। ২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক দুলালের সভাপতিত্বে ফাইনাল খেলায় উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন। উপস্থিত ছিলেন শাখাওয়াত হোসেন স্বপন, হেলাল উদ্দিন, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, নূরুল আনোয়ার, সালেহ আহমদ দিঘল, খোকন চন্দ্র তাঁতী, আবু বক্কর চৌধুরী,জয়নাল উদ্দিন জাহেদ, মো. আসিকুন্নবী, পারভেজ আনোয়ার, নমি, রিয়াদ, স্বাধীন, আরিয়ান, আশিক, ইফাজ, ফারদিন, আসফি, জিহান, সাফকাত,আয়াস,নাদিম, সুমন, সাইফুল, জামাল, হাসান, অনিক, রিয়াজুল, ইমন, ফরহাদ, ফারহান, আয়য়াছ, রানবি, ইকাশ, জারিফ, রাজিন, শাকিল, রোহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।