মনঘর

রায়হানা হাসিব

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৫:০৭ পূর্বাহ্ণ

মনঘরে জল ঘাট

দিঘিজলে কার ছায়া? এত মায়া?

প্রসূন পাপড়ি কিংবা পাতার পতন

জলের ভাঙনে আনে বেদনার কাঁপন।

কম্পিত জলে শৈবাল দোলে

শরৎ রাত্রির প্রসবক যন্ত্রণার

নির্যাস কণাটুকু টুপ করে ডুবে হায়,

দিঘি জলে মিশে যায়

সুখসময়ের মত।

পড়ে রয় শৈবাল নিঃসঙ্গ বেদনায়।

ভালোবাসা সে যে এক ষোড়শীর

মুখ দেখা কাচের আয়না।

কতটা আঘাতে টুকরো কাচে

আর মুখ দেখা যায় না?

মনঘরে জল ঘাট

দিঘিজলে কার ছায়া? এত মায়া;

টুকরো কাচের জোড়া ফাটল ধরায়

হৃদয়ে নিলাভ স্রোতে জীবন হারায়;

কাকচক্ষু দিঘিজল ভালোবাসাময়।

পূর্ববর্তী নিবন্ধবন্দে আলী মিয়া : বহুমাত্রিক প্রতিভা
পরবর্তী নিবন্ধএকটি শব্দ