মানুষের মন এক অদ্ভুত জগৎ। বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে লুকিয়ে থাকে অসংখ্য ভাবনা, কষ্ট আর স্বপ্ন। কখনো একটুখানি ভালোবাসায় ভরে ওঠে, আবার সামান্য অবহেলায় ভেঙে যায়। মন চায় বুঝতে, কিন্তু সবসময় বলা যায় না। কিছু অনুভূতি শব্দের বাইরে, শুধু অনুভব করা যায়। মন কখনো শিশুর মতো সরল, কখনো সমুদ্রের মতো গভীর। এটাকে জয় করা যায় না, কেবল যত্নে রাখা যায়। মানুষের মনই তাকে মানুষ করে তোলে – হাসায়, কাঁদায়, ভালোবাসতে শেখায়। তাই মনকে অবহেলা নয়, ভালোবাসা ও সম্মান দিয়েই রাখাই সবচেয়ে বড় প্রজ্ঞা।












