মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে দুর্ঘটনায় বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২০ at ১০:৫০ পূর্বাহ্ণ

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। নিহত ল্যান্স কর্পোরাল মো. আব্দুল্লাহ আল মামুন সেখানে বাংলাদেশের একটি বিশেষায়িত দলের গাড়ি চালক হিসেবে নিয়োজিত ছিলেন। গতকাল সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিডিনিউজের।
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তিরক্ষীদের বিশেষায়িত ওই দলটি রোববার কাগা বন্দর থেকে বাঙ্গুইয়ের দিকে যাত্রা শুরু করে। স্থানীয় রাত ১২টা ২৫ মিনিটে ডেলে এলাকার একটি ঝুঁকিপূর্ণ সেতুতে ওঠার সময় পিচ্ছিল সংযোগ সড়কে একটি পানিবাহী ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ল্যান্স কর্পোরাল মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও গুরুতর আহত হন বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মো. আব্দুস সামাদ (৩৫) এবং সৈনিক মোকলেছুর রহমান বীর (৩১)।
আহত দুজনকে বর্তমানে বাঙ্গুইতে জাতিসংঘের হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।উন্নত চিকিৎসার জন্য তাদের শিগগিরই উগান্ডায় পাঠানোর কথা রয়েছে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত অন্য বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয়, বাস্তবতা : নাছির
পরবর্তী নিবন্ধনৌকার জয় মানে উন্নয়নের নতুন দুয়ার উন্মুক্ত