মধ্যরাতে স্কুল শিক্ষকের বাসায় অক্সিজেন নিয়ে গেল পুলিশ

| শুক্রবার , ৯ জুলাই, ২০২১ at ৭:৩৬ পূর্বাহ্ণ

হঠাৎই শ্বাসকষ্ট বেড়ে যায় স্কুল শিক্ষক শিখা বড়ুয়ার (৬৮)। তখন রাত ৩টা। ঘরের অক্সিজেন শেষ। দোকানও বন্ধ। শেষে ফোন করেন থানায়। থানা থেকেই অক্সিজেন নিয়ে আসে পুলিশ। গত বুধবার রাতে চট্টগ্রামের ডবলমুরিং থানার মোগলটুলি এলাকায় এ ঘটনা ঘটে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, রাত ৩টার দিকে শিক্ষিকার পরিবার থেকে ফোন দেওয়া হয়। উনার শ্বাসকষ্ট ছিল। অক্সিজেন শেষ হয়ে যাওয়ায় আরেকটি অক্সিজেনের প্রয়োজন হয়। আমাদের থানার পক্ষ থেকে সেই অঙিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়। স্কুলশিক্ষক শিখা বড়ুয়া পটিয়া উপজেলার বরিয়া গ্রামের ডা. বিমলেন্দু বড়ুয়ার স্ত্রী। তার ছেলে খুলনায় থাকেন। চট্টগ্রামে তিনি মোগলটুলী বড়ুয়া পাড়ায় থাকেন মেয়ের বাসায়। তিনি শ্বাসকষ্টের রোগী।
ওসি বলেন, বুধবার রাতে উনার শ্বাসকষ্ট বেড়ে যায়। এ সময় বাসায় থাকা অক্সিজেন শেষ হয়ে যায়। আরও অক্সিজেনের প্রয়োজন হয়। কিন্তু অত রাতে দোকান সব বন্ধ ছিল। শেষে তারা ডবলমুরিং থানায় ফোন করলে থানা থেকেই অক্সিজেন সিলিন্ডার বাসায় দিয়ে আসে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধদ. হালিশহর ও আগ্রাবাদে সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধদীঘিনালায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ