মধ্যরাতে সিআরবি সড়কে ওয়াসার খোঁড়াখুঁড়ি, বন্ধ করলেন মহিলা কাউন্সিলর

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ জুলাই, ২০২২ at ১১:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া কার্পেটিং করা রাস্তা কাটায় চট্টগ্রাম ওয়াসার কাজ বন্ধ করে দিয়েছেন সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম।

রোববার দিবাগত রাত ১২টার দিকে স্থানীয়দের কাছ থেকে সিআরবির মূল সড়ক কেটে ফেলার খবর পেয়ে সেখানে সশরীরে কর্পোরেশনের লোকজন নিয়ে হাজির হন কাউন্সিলর আঞ্জুমান আরা।

এ সময় তিনি ওয়াসা ও জাইকার রাস্তা কাটার বিভিন্ন মালামাল জব্দ করেন। জব্দকৃত মালামালের মধ্যে আছে- ট্রাক, ড্রিল মেশিন, কোদাল, কন্তি, জেনারেটর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম বলেন, মেয়র মহোদয়ের নির্দেশনা আছে বর্ষা মৌসুমে ৪ মাস কোন সড়ক যাতে কাটতে দেওয়া না হয়। কিন্তু ওয়াসার লোকজন কোন অনুমতি ছাড়া রাত ১২টার দিকে রাস্তা কেটে কয়েকটি শতবর্ষী গাছের শেকড় উপড়ে ফেলেছে। আমি স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রæত অভিযান চালিয়ে কাজ বন্ধ করে দিই।

এ সময় সড়ক কাটতে আসতে আসা ৮-১০ জন লোককে সাবধান করা হয়েছে। আর তাদের মালামাল জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন পরিকল্পনায় সৌদির মন গলাতে পারলেন না বাইডেন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ৪১ জন