মধ্যরাতে সংসদ ভেঙে দিলেন নেপালের প্রেসিডেন্ট

| রবিবার , ২৩ মে, ২০২১ at ৬:৫৬ পূর্বাহ্ণ

হিমালয় কন্যা নেপালে রাজনৈতিক টানাপোড়েন এখন তুঙ্গে। এর মধ্যেই সংসদ ভেঙে দিলেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী। শুক্রবার (২১ মে) মধ্যরাতে সংসদ ভেঙে দেন তিনি। জানা গেছে, কেয়ারটেকার প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ক্যাবিনেট সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব দেন। ফলে ফের নির্বাচনের পথে হাঁটার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট। আগামী ১২ থেকে ১৮ নভেম্বরের মধ্যে দেশটিতে ভোটগ্রহণ হতে পারে। খবর বাংলানিউজের।
কয়েকদিন আগেই পার্লামেন্টে আস্থাভোটে পরাজিত হন ওলি। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বিরোধীরা। প্রেসিডেন্টের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে শেরবাহাদুর দেউবার নেতৃত্বে নেপালি কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়। ফলে ফের ওলিকেই কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে থাকার নির্দেশ দেন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী।

পূর্ববর্তী নিবন্ধস্ন্যাপচ্যাটে এলো অর্থ আয় স্পেকটাকলস সংস্করণ
পরবর্তী নিবন্ধআইনস্টাইনের চিঠি বিক্রি হলো ১২ লাখ ডলারে