মধ্যরাতে অভিযান, সীতাকুণ্ডে শত কেজি ইলিশ জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১২ জুলাই, ২০২৩ at ৬:৫৯ পূর্বাহ্ণ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ ধরায় সীতাকুণ্ডে মধ্যরাতে অভিযান চালিয়ে শতাধিক কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত মাছ সীতাকুণ্ডের তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। গত সোমবার মধ্যরাতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ঘাটে এ অভিযান চালানো হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার (ভাটিয়ারী স্টেশন) আব্দুল মোতালেব ও তথ্য সংগ্রহকারী রাসেল, রুবেল, সাদেক ও মাজাহারুল।

উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী জানান, অভিযানকালে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ ধরায় প্রায় শতাধিক কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছগুলো স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়। মাছের প্রজনন বৃদ্ধিতে সরকারের নিষেধাজ্ঞা চলাকালে সমুদ্রে মৎস্য আরোহন বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসৎ ও ন্যায়ের প্রতীক সুলতান উন কবির
পরবর্তী নিবন্ধএসএসসি’ ৯৯ চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী