মধ্যরাতের বৃষ্টিতে নগরীর নিচু এলাকা প্লাবিত

আজও বৃষ্টির সম্ভাবনা

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৮ মে, ২০২২ at ৭:৪৪ পূর্বাহ্ণ

মৌসুমী বায়ুর প্রভাবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে নগরীতে কয়েক দফায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। তবে ভোরের দিকে বৃষ্টিপাত কমে আসে। বৃষ্টিতে নগরীর অনেক নিম্নাঞ্চল হাঁটু সমান পানিতে তলিয়ে যায়। খোঁজ জানা গেছে, মধ্যরাতের বৃষ্টিতে চকবাজার, বহদ্দারহাট, বাকলিয়া, চাক্তাই, পাথরঘাটা, আগ্রাবাদ সিডিএ এবং হালিশহর এলাকার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়। অনেকের বাড়ির আঙিনায় পানি জমে যায়।
পতেঙ্গা আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিত চৌধুরী জানান, মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকালও (আজ) আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। গতকাল শুক্রবার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

পূর্ববর্তী নিবন্ধমরণোত্তর ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন দুই বাংলাদেশি
পরবর্তী নিবন্ধছিনিয়ে নেয়া পিস্তল উদ্ধার, আটক ১৩