আগামী ২৩ মার্চ দক্ষিণ মধ্যম হালিশহর ৩৮নং ওয়ার্ডে বেগমজান উচ্চ বিদ্যালয় ময়দানে সুন্নি ঐক্য পরিষদ ও ছাত্র যুব পরিষদের ব্যবস্থাপনায় ১৫তম সুন্নি কনফারেন্স সফল করার জন্য হযরত কোরবান আলী শাহ মাজার প্রাঙ্গণে প্রস্তুতি, মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম পারভেজ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা বেলাল উদ্দিন নোমানী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুহাম্মদ তাজু, মুহাম্মদ আবুল কালাম, মুহাম্মদ জাহেদ, পরিষদের সহ–সভাপতি আক্তার হোসাইন, মোঃ হানিফ কোম্পানিসহ বিভিন্ন এলাকাভিত্তিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন। পরিশেষে আখেরি মোনাজাত ও মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা সেলিম রেজা কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।