গত ৪ মার্চ ২০২১ ইং ৩৮ নং ওয়ার্ড দক্ষিণ মধ্য হালিশহর নতুন ২ নং সাইটে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির (র.) বার্ষিক ওরশ মোবারক মো. জাহেদুল আলম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জামাল খান ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মঞ্জুর কাদের, মো. মামুন জাফর আহমদ কাউয়াল, আকতার আজাদ কাউয়াল, হাজী মো. লোকমান, নুরুল আবচার, আবুল হাশেম, মো. মজিব, রাশেদুল আলম, মো. বাবর, মো. শহিদুর আরিফ, মো. জাবেদ, আসিফ খান, মো. নেজাম প্রমূখ।
ওরশ মাহফিলের কর্মসূচিতে ছিল মিলাদ মাহফিল, খতমে কুরআন, খতমে তাহলিল, খতমে গাউসিয়া ও চেমা মাহফিল। প্রেস বিজ্ঞপ্তি।












