মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকায় অভিবাসী মৃতের সংখ্যা প্রায় ৩৮০০

| বৃহস্পতিবার , ১৫ জুন, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

২০২২ সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সাগর ও স্থলপথ দিয়ে ইউরোপে প্রবেশ করতে গিয়ে প্রায় ৩ হাজার ৮০০ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। ২০১৭ সালের পর ওই রুটে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড এটি। খবর বাংলানিউজের।

জাতিসংঘের অভিবাসন সংক্রান্ত সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। আইওএম জানিয়েছে, বছরটিতে সাহারা মরুভূমি ও ভূমধ্যসাগরের ক্রসিংসহ মেনা অঞ্চলে সমুদ্র এবং স্থলপথে ৩ হাজার ৭৮৯ জনের মৃত্যু রেকর্ড করেছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৫.৭৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপুলিৎজার বিজয়ী লেখক করম্যাক ম্যাকার্থির জীবনাবসান