মধ্যপ্রাচ্যে সেনা সংখ্যা কমাচ্ছে আমেরিকা

| রবিবার , ২০ জুন, ২০২১ at ১১:৩১ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার মধ্যপ্রাচ্য থেকে সেনা সদস্য সংখ্যা কমাতে চাইছে। চীন এবং রাশিয়ার সঙ্গে আমেরিকার দ্বন্দ্ব জোরদার হওয়ার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য থেকে সেনা কমাচ্ছে মার্কিন সরকার। খবর বাংলানিউজের।
এর অংশ হিসেবে ইরাক, কুয়েত, জর্দান ও সৌদি আরব থেকে অন্তত আটটি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি সরিয়ে নিচ্ছে পেন্টাগন। বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে। ওই কর্মকর্তারা আরো বলেন, সৌদি আরব থেকে একটি থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও কয়েক স্কোয়াড্রন জঙ্গিবিমান সরিয়ে নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপেরুতে বাস দুর্ঘটনায় ২৭ শ্রমিক নিহত
পরবর্তী নিবন্ধসু চির ৭৬তম জন্মদিনে চুলে ফুল গুঁজে প্রতিবাদ