ঘুমন্ত রাত
হঠাৎ কাচের গুঁড়ির মতো ছলছল করে ঝরছে
শরত রূপের বরফ কুচি
শস্যের গায়ে ছোপ ছোপ স্বচ্ছ জল
প্রণয়ী ঠোঁট জীবন অধরে
শাদা রূপসী মৌরির গন্ধমাখে নীলাম্বরী ডালে
মাঠে মাঠে আকন্দের পুষ্প তোড়া
দীঘি খেলে চকোর– চকোরী
বর্ষার শঙ্খমালা খড়ের চাল থেকে শুকিয়ে
জোনাকিপোকা শাড়ি পরে
সবুজ বাঁশ বনে ও আকাশে আকাশে
কচি ঘাসের ফাঁকে ফাঁকে মাকাল লতা
মধু চাকে – মেঘের কুয়াশা সরিয়ে।