মধুমিতার ৩ দিনের প্রেম

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২০ at ১০:৩৫ পূর্বাহ্ণ

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী মধুমিতা সরকার। স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয়! ব্যক্তিগত জীবনে বহুবার প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনায় এসেছেন মধুমিতা। অনেক ছেলের কাছ থেকেই প্রেমের প্রস্তাব পেয়েছেন। এমনো হয়েছে মাত্র ৩ দিন প্রেম করেছেন। কিন্তু তার পরে আর ছেলেটিকে পাত্তা দেননি তিনি। সমপ্রতি এক অনুষ্ঠানে এসে নিজেই এ কথা স্বীকার করেন মধুমিতা। কলকাতার ‘ইস্ট স্টাইল’ শোয়ে অতিথি হয়ে এসেছিলেন দর্শকের প্রিয় ‘পাখি’। সেখানে হাটে হাঁড়ি ভাঙেন এই নায়িকা। শোয়ের সঞ্চালক অনিন্দিতা বোস খুনসুটি করেই প্রশ্ন ছুঁড়ে দেন কখনো ৩ দিন ডেটে যাওয়ার পর কোনো ছেলেকে ইগনোর করেছেন কিনা? জবাবে মধুমিতা বলেন, ‘হ্যাঁ, এমনটা জীবনে ঘটেছে। তবে কার সঙ্গে মাত্র ৩ দিনের প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তা জানাননি মধুমিতা। কী কারণে তাকে ইগনোর করেছিলেন সে বিষয়েও মুখ খুলেননি এই অভিনেত্রী। তবে ডেটে শর্টস এবং টি-শার্ট পরে যেতে ভালোবাসেন মধুমিতা।

পূর্ববর্তী নিবন্ধসেরা টেলর সুইফট
পরবর্তী নিবন্ধওয়েব ফিল্ম বানাতে চান মিলন