সবুজের গায়ে গোলাপি আভা
ঈষৎ লজ্জায় লাল,
চির হরিৎ পাতার বাহার
কাঠ–গোলাপের ডাল।
কখনো চেনা কখনো দেখা
পিছপা নই ভুলিবার,
পবন উড়িয়ে বেড়াতে এসো
ঘোর লাগা বহিবার।
আনন্দ আলোকে নীলাকাশ
ঝলকে হলো মাতাল,
মধু–মাস বহে মেঘনা যমুনায়
মাঝে ভাঙে চাতাল।
ঘনঘোর কালো মেঘের তীর্যক
চাহনি আজও অম্লান,
কাকপক্ষীটির বদন বিলাপে
পরিতাপে হলো হয়রান।
উছলে উঠে জলরাশি এসে
ধুয়ে মুছে নিল অহংকার,
কেউ তো বাধা দিলো না
তাকে গুঁড়িয়ে দিলো সংসার।
আজও ফুল ফোটে পত্র–পল্লবে
রাঙা মেঘে ছেয়ে যায়,
নতুন সূর্য কিরণের স্তম্ভে আঁকা
ভালোবাসা মন মাতায়।












