জ্যৈষ্ঠ মাসে গরম পড়ে পাকে নানান ফল
রসালু ফল খেয়ে সবার গায়ে বাড়ে বল।
বৃষ্টি জলে ভরে উঠে মরা বিল– ঝিল
হিম বাতাসের ছোঁয়া পেয়ে জুড়িয়ে যায় দিল।
ক্ষেতের ফসল দুলে ওঠে ছড়ায় সবুজ রূপ
গাঁয়ের কৃষক ব্যস্ত থাকে কাজে কর্মে খুব।
আত্মীয়রা আসে বাড়ি হাতে নিয়ে ফল
কলার ভেলায় খেলা করে গাঁয়ের কিশোর দল।
কৃষ্ণচূড়ার বাহার দেখে মন করে আনচান
চারিদিকে ভাসতে থাকে কাঁঠাল পাকার ঘ্রাণ।
পাখপাখালীর মধুর কণ্ঠে দূর হয়ে যায় দুখ
জ্যৈষ্ঠ এলে বাংলা মায়ের সুখে হাসে মুখ।
ফল–ফসলের সমারোহে জ্যৈষ্ঠ বাড়ায় উচ্ছ্বাস
মাসের সেরা জ্যৈষ্ঠকে তাই ডাকে মধুমাস।