মধুবন ফুড ইন্ডাস্ট্রি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ, জরিমানা ৩ লাখ

| সোমবার , ২৫ আগস্ট, ২০২৫ at ৮:১৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর নাসিরাবাদে মধুবন ফুড ইন্ডাস্ট্রি কারখানায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে চলা এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহিনা। চট্টগ্রাম জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মেট্রোপলিটন কার্যালয় তাদের সহযোগিতা করেন।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ, পণ্যের লেবেলিং না থাকা, খাদ্যকর্মীদের ইউনিফর্ম না থাকা, বিভিন্ন লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় তাদের ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহিনা বলেন, নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ধারা ৩৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।

অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহমুদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াসিনুল হক চৌধুরী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ টীম।

পূর্ববর্তী নিবন্ধঈদগাঁওয়ে নলকূপের গর্তে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধসাজিদা ট্রেডিংয়ের লিয়াকত হোসেনের বিরুদ্ধে চেক প্রতারণা মামলা