মদ ভেবে কেমিক্যাল খেয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ২৩ নভেম্বর, ২০২৪ at ৯:০৩ অপরাহ্ণ

সোনাদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে পানিতে ভাসমান বোতলে থাকা তরল পদার্থকে মদ ভেবে কেমিক্যাল খেয়ে মহেশখালীতে মীর আহমেদ (৫১) নামের একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছে অন্তত চার জন। তারা কক্সবাজার ও চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসাধীন।

শুক্রবার (২২ নভেম্বর) মহেশখালীতে এই ঘটনা ঘটে। নিহত মীর আহমেদ উপজেলার বড় মহেশখালী ছোট কুলাল পাড়া এলাকার হাছান আলীর পুত্র, সে পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী বলে স্থানীয় সূত্রে জানা যায়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার স্থানীয় জেলে আবদুস সামাদ সাগরে ভাসমান অবস্থায় তরল পদার্থ ভর্তি একটি বোতল পেয়ে তা মদ ভেবে নিয়ে আসে। পরে কয়েকজন মিলে স্থানীয় আনছারের দোকানে পাশে বসে কয়েক দফায় তা পান করে। এতে তারা অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মীর আহমেদের মৃত্যু হয়। জানা যায়, বোতলে থাকা পানীয় মদ নয়, ছিলো ক্ষতিকর রাসায়নিক পদার্থ।

এই ঘটনার একই এলাকার আবুল কালামের পুত্র মো. সুলতান, মৃত আমির হোসেনের পুত্র শহিদুল্লাহ’র অবস্থা খুবই গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং মৃত মীর কাশেমের পুত্র হাফেজ উল্লাহ, কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ও অলী আহমদের পুত্র নজরুল ইসলাম মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। এছাড়াও আরও কয়েকজন জেলে এই কেমিক্যাল খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।

এই বিষয়ে মহেশখালী থানার পুলিশ-পরিদর্শক (ওসি তদন্ত) তাজ উদ্দিন জানান, বড় মহেশখালীতে এলকোহল ভেবে রাসায়নিক পানীয় বাসায় নিয়ে পান করে একজনের মৃত্যু হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হাসপাতালে ভর্তি রয়েছে। বোতলে কোন ধরনের তরল ছিল, তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে ডিবি পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধমিয়ানমার ফিরতে রোহিঙ্গা তরুণদের উদ্যোগে ক্যাম্পে সমাবেশ