মদ পান করায় তিনজনের কারাদণ্ড

লোহাগাড়া প্রতিনিধি

| শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:৪৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে মদপান করে মাতলামি করায় ৩ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল। দন্ডপ্রাপ্তরা হলেন চুনতি ইউনিয়নের নাজির পাড়ার তজু মিয়ার পুত্র মো. আলম প্রকাশ ওয়ালেন (৬৩), একই ইউনিয়নের পেঠানের পাড়া এলাকার খলিল মেম্বারের পুত্র নেজাম উদ্দিন নেজাম (৪০) ও আমিরাবাদ ইউনিয়নের নাপিত পাড়ার রবিদ্র রুদ্রের পুত্র সুমন রুদ্র (৩৮)। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান, ঘটনাস্থলে সিএনজি অটোরিক্সায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই সময় মাদকসেবন করায় ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। মদপান করে জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবটতলী ইউনিয়নে উপনির্বাচন ২৭ জুলাই, ভোট হবে ইভিএমে
পরবর্তী নিবন্ধচবিতে শুরু হতে যাচ্ছে তরুণ লেখক সম্মেলন