হাটহাজারীর মদুনাঘাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই হয়ে যায়। কালুরঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিনঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে ।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল উক্ত বাজারে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বাজারের আবুল বশরের আয়শা টেলিকম, মো. সাজিদের শামিমা টেলিকম, মো. জাহেদের ঝালবিতান, মো. দেলোয়ারের দেলোয়ার স্টোর, মো. হানিফের পুষ্প বিতান, মো. সুমন রাশেদের পুুষ্প বিতান, মো. জাহেদের তেলের দোকান আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ত্রিশ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
দক্ষিণ মাদার্শা ইউপি চেয়ারম্যান মো. আবদুল মজিদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।












