মদুনাঘাটে বিএনপি কর্মীকে গুলি করে হত্যার দুইদিন পর থানায় মামলা

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৪:৪৩ অপরাহ্ণ

হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় ফিল্মি স্টাইলে রাউজানের ব্যবসায়ী বিএনপি নেতা আব্দুল হাকিম (৫২) কে গুলি করে হত্যার ঘটনার দুইদিন পর মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে নিহতের স্ত্রী তাসফিয়া আলম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এ মামলা করেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ মামলা দায়েরের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার ঘটনার পর রাতে পুলিশ রাউজান উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িত চারজনকে আটক করে। তাদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। নিহত মো. আবদুল হাকিমের ব্যবহৃত গাড়িটির সামনের কাচ ও বডিতে চারটি, চালকের পাশের জানালায় ছয়টি এবং নিহত হাকিমের পাশে থাকা জানালায় ১২টি সহ মোট ২২টি গুলির চিহ্ন পাওয়া গেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাড়ি থেকে শহরে যাওয়ার পথে উল্লেখিত স্থানের মদুনাঘাট ব্রীজের পশ্চিম পাশে হাটহাজারী অংশে নগরমুখী প্রাইভেটকারটিকে (ঢাকা মেট্টো ঘ ১৬ ০৯৪৯) পেছন থেকে কয়েকটি মোটরসাইকেল যোগে আসা মাস্ক পরিহিত কয়েকজন দুর্বৃত্ত কারটির গতিরোধ করে এলোপাতাড়ি গুলি করে ঘটনাস্থল থেকে দ্রুত সরে পড়ে।

ঘটনায় কারে থাকা রাউজানের বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আস্থাভাজন হামিম এগ্রোর স্বত্তাধিকারী দুই কন্যা ও এক পুত্র সন্তানের পিতা আবদুল হাকিম ও তার গাড়ি চালক মুহাম্মদ ইসমাইল (৩৮) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।

সেখানে দায়িত্বরত চিকিৎসক আবদুল হাকিমকে মৃত ঘোষণা করেন। পরদিন বুধবার বাদে আছর তাঁর নিজ গ্রাম পাঁচখাইন দরগাহ প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার আরও এক অজ্ঞাত মৃতদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বাইক থেকে ছিটকে পড়ল স্বামী-স্ত্রী