হাটহাজারী উপজেলার মদুনাঘাটে একটি বাজারে আগুনে পুড়েছে ৭টি দোকান।
আজ বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে মদুনাঘাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাংলানিউজ
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অতীশ চাকমা বলেন, “খবর পেয়ে আমরা বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানান তিনি।