মদপানে ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যু

| রবিবার , ১০ জানুয়ারি, ২০২১ at ৬:০৬ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মদপানের পর ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতেরা হলেন সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু (৩২), তার গাড়ি চালক জৈনপুর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (৪০) ও মেঘনা কাদিরগঞ্জ এলাকার মোক্তার মিয়ার ছেলে মোহসিন (২৩)। খবর বিডিনিউজের। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সফিউল ইসলাম জানান, অতিরিক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন আরও তিনজন। পুলিশ ঘটনার তদন্ত করছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসেকান্দার হায়াত ও প্রকাশ ঠাকুর ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক
পরবর্তী নিবন্ধমাখন বালা দে