বাংলাদেশ ব্যাংকের সাবেক উপমহাপরিচালক (ডিজিএম) মথুরা মোহন দেবনাথ (৮১) গতকাল বুধবার ভোর ৬টায় পরলোকগমন করেছেন। তিনি চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সহসভাপতি সুমন দেবনাথের পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্রসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল বিকালে নগরীর হালিশহরস্থ পারিবারিক শ্মশানে তাকে সমাধিস্থ করা হয়।
তার মৃত্যুতে চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদ, গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।