আগামী ৩০ নভেম্বর রাউজান থানার গশ্চি শাহী দরবারে শাহ সুফি ছৈয়্যদ মতিউর মোহাম্মদ রহমান ওরফে মতি ফকির এবং পুত্র শাহ ছুফি মাওলানা ছৈয়্যদ মোহাম্মদ আবদুল জব্বার আল মতিয়ার (রহ) বার্ষিক ওরশ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় মাজারের গোসল, বাদে আছর খতমে গাউছিয়া, বাদে মাগরিব মিলাদ মাহফিল, বাদে এশা ছেমা মাহফিল ও শেষে আখেরি মোনাজাত। অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে যোগদানের আহ্বান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।